আমার কাছে এক টুকরো রোদ আছে
ঘুনে খাওয়া টেবিলে ছোট্ট শিশিতে রেখেছি
প্রতিদিন রাতে আসা জোনাকি পোকাটা বেশ রেগে আছে
আমি দেখেও চোখ ফিরিয়ে নেই।
ঘুন পোকাটা কাঠ কাটার অবসরে উঁকি দিয়ে দেখে যায়
সে ও মনে হয় আমার মতোই উপভোগ করছে
ঘুলঘুলিতে বাসা বাধা চড়ুইটা প্রতি রাতেই ধোঁকা খায়
আমি দেখেও চোখ ফিরিয়ে নেই।
রোদের টুকরো প্রায় চেষ্টা করে বেরিয়ে আসার
আমি শিশির মুখটা শক্ত করে এটে দেই
বেশ করুন চোখে আমার দিকে তাকিয়ে থাকে
আমি দেখেও চোখ ফিরিয়ে নেই।
ভাবছি এবার এক খণ্ড মেঘ ধরে আনবো
মাঝে মাঝে রোদকে মেঘ দিয়ে ঢেকে দেবো
জোনাকি পোকাটা হয়তো তখন খুব খুশি হবে
আমি দেখেও চোখ ফিরিয়ে নেবো।
১২.০৬.২০১৪
খুলনা।