তুমি নেই!

তার ছেঁড়া খেয়ালি গিটারের ধুলো জমা আর্তনাদে
তোমায় খুঁজি
ঝরা পাতার মুড়মুড়ে শব্দে
তোমায় খুঁজি
গ্রীষ্মের চৌচির রোদ হাতে ঢেকে
তোমায় খুঁজি।

তোমায় খুঁজি শরতের শুভ্র সাদা মেঘে
তোমায় খুঁজি বৃষ্টির মৃদু স্পর্শে
তোমায় খুঁজি শিশির সিক্ত ঘাসফুলে।

পিচ গলা রাস্তায়
লাল নীল গ্যাস বেলুনে
রডোডেন্ড্রনে
মুহিনের ঘোড়াগুলিতে
কোথাও তুমি নেই।

ডুবসাঁতারে
মুঠো ভরা বেল ফুলে
সোঁদা মাটির গন্ধে
পুরোনো বইয়ের ভাঁজে
কোথাও তুমি নেই।

রাত পাখি
নাগরিক কোলাহল
মাথা নত ল্যাম্পপোস্ট
কাঠ পোকার আর্তনাদ
সব আগের মতোই আছে
শুধু ই-মেইলের ভীড়ে
তুমি নেই পুরনো খামে।।

০৭/০৩/২০১৫
খুলনা রেল ষ্টেশন

রাত তখন আনুমানিক ৮ টা হবে। ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ট্রেন এর জন্য বসে ছিলাম খুলনা রেল ষ্টেশনে। দুঘণ্টা লেট ছিল ট্রেন। কি করি, একা একা বসে। একটা কবিতা লিখে ফেলেছিলাম। যা তা রকমের ছ্যাকা খাওয়া কবিতা। কবিতা দিয়ে কবিকে বিচার করবেন না দয়া করে।