দেখেছো চাঁদ কিভাবে হাসছে ঐ গগনশিরিশের ফাকে উকি মেরে
কেমন বৃষ্টির মতো ঝড়ে পড়ছে জ্যোৎস্নার আলো
এই সোডিয়াম বাতি গুলো যদি নেভানো যেত
তোমাকে প্যারিস রোডের আসল সৌন্দর্য দেখাতে পারতাম
জানো আমার কেন যেন মনে হয়
আমি সহস্র বছর ধরে হেটে চলেছি এই পথ ধরে
দুচোখ ভরে দেখেছি শুধু দেখেছি
ওহ হো, তোমাকে তো শিশিরসিক্ত ভোরের প্যারিস রোড দেখানো হয়নি
একদিন খুব ভোরে তোমাকে নিয়ে আসবো
একদম কিচির মিচির ভোঁরে
আর হ্যাঁ পড়ন্ত বিকেলের প্যারিস রোড ও কিন্তু দেখাবো তোমায়
দেখবে কেমন হলদেটে হয়ে ওঠে আশপাশ
তবে যদি ঝুম বৃষ্টিতে প্যারিস রোডে না হেটে থাকো
তবে আজীবন আমার চোখে হতভাগী হয়েই থাকবে।।
০৪.০২.১৪