অহংকার

একটি ফুলকে বাঁচাবো বলে
নিজ ভূমির জন্য
একটি পতাকা
একটি গানের জন্য যুদ্ধে নেমেছিলাম

বোনের আব্রু বাঁচাতে
ভাইয়ের রক্তের ঋণ শোধে
ভাষার জন্য
কবিতার জন্য যুদ্ধে নেমেছিলাম

দানবের বিরুদ্ধে
কলম নিয়ে
গান নিয়ে
অস্ত্র ছাড়াও যুদ্ধে নেমেছিলাম

শোষণের বিরুদ্ধে
শাসনের বিরুদ্ধে
দাঁত ভাঙ্গা জবাব দিতে
অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছিলাম

ছিনিয়ে এনেছিলাম
নিজের ভাষা
নিজের অধিকার
স্বাধীনতা
মুক্তাকাশে উড়িয়েছি পতাকা
দরাজ কণ্ঠে গেয়েছি গান
কবিতার পঙতিতে লিখেছি বিজয়
ভেঙে দিয়েছি শ্বাপদের বিষদাঁত

এ দেশ
এদেশের মাটি
প্রতিটি ধূলিকণা
সবুজের মাঝে লাল সূর্য
আমার ভাইয়ের রক্তে রাঙা
আমার সোনার বাংলা
সেই দরাজ কণ্ঠের ভাষণ
দূর্বার মুক্তি সেনা
শিশির সিক্ত ঘাস
শান্তির সাদা কাশফুল
আমার ভালবাসা
আমার অহংকার।।

২৫.০২.১