About

আমার সুনীল এর মতো কোণ দ্বীপ নেই
যেটা বেঁচে একটা নদী কিনে ফেলতে পারতাম
নেই জীবনানন্দের মতো বনলতা সেন
যার জন্য হাজার বছর আমি পথ হেঁটে যাবো।

আমি খুব সাধারন, চিরায়ত
বহুদুর পানে নির্নিমেষ চেয়ে থাকা
স্বপ্নাতুর এক বোহেমিয়ান।

শীতের সকালে শিশির স্নাত একটা ঘাস ফুলের জন্য
রোদেলা দুপুরে একটু ছায়ার জন্য
পড়ন্ত বিকেলে একটি সুতো ছেড়া ঘুড়ির জন্য
মাঝ রাতে মাথা নুইয়ে থাকা লাম্পপোষ্ট এর জন্য
ধান শালিকের বেশে নয়
আমি বারংবার আমি হয়ে ফিরতে চাই
এই একি আমি হয়ে
আমিত্বের অমরত্বের প্রত্যাশায়।।