মেঘ চিপরে বৃষ্টি এনে দিবো তোমায়
পাহাড় চুড়ার সাদা মেঘেদের
শহর অবাক বিস্ময়ে তাকিয়ে দেখবে
শুধু বৃষ্টি তোমার।
তোমার এক চিলতে ঝুল বারান্দায়
রোদেলা দুপুরের ব্যাস্ত নগর থমকে যাবে
ঈর্ষা কাতর চড়ুইটাকে তুমি চাইলে ভিজতে দিতে পারো
ঘুলঘুলির চড়ুইটা আজ শুধুই তোমার।
তুমি চাইলে আজ তোমায় একমুঠো বেলফুল দিতে পারি
অথবা এক গোছা ঘাস ফুল
দু’চারটে অর্কিড অবশ্য কিনে দিতেই পারতাম
কিন্তু তাতে হয়তো আমার হৃদয়টা থাকতো না……
০৭.১২.১৪
মুকুন্দপুর, কোলকাতা।