ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় আমরা নাকি সবাই রাজা। আমার মনে পড়ে আমার ছোটবেলা কেটেছে সুর করে করে “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” গাইতে গাইতে। গানটি রবি বাবু যে কারনেই লিখে থাকুক না কেন, যে অর্থই প্রকাশ করে থাকুক না কেন, আমরা মনে হয় আমরা ছোটবেলা থেকেই ধরে নিয়েছি আমিই হলাম রাজা আর বাকি সবাই প্রজা। রবি বাবু বড় ভয়ংকর কাজ করে দিয়ে গেছেন। তার বহিঃপ্রকাশ প্রতি সকালে দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে যাওয়া পৃথিবীতে অর্থাৎ সংবাদপত্র চোখের সামনে মেলে ধরলেই আমরা দেখতে পাই। আমি তো প্রতিদিন সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে দৈনিক এর পাতা উলটাই আর চিন্তা করি আমার রাজ্যে এরা কারা এতো প্রতাপশালী হয়ে উঠেছে। এটা কি মগের মুল্লুক নাকি? তারপর নিজের অজান্তেই চিৎকার করে উঠি “খামোশ”। ঠিক তখনি দিগুন জোরে মা চিৎকার দিয়ে বলে- “পেপার পড়ছিস, পড়। হুদাই চিল্লাইস না।” নিজের মধ্যে জাগ্রত রাজা রাজা ভাব ও রাজত্ব দুটোই ফুটো হয়ে যাওয়া বেলুনের মতো চুপসে যায় তৎক্ষণাৎ। বুঝতে পাড়ি রাজা আমি একাই না। আরও ১৬ কোটি আছে আমার এই ছোট্ট দেশে। কিন্তু সমস্যা হল সবার বাসায় মনে হয় আমার বাসার মতো একজন করে মা নেই যে চিৎকার করে আমার মতো উটকো রাজাদের রাজাগিরি ফলানো বন্ধ করে দিবে। কিছু রাজা তাই নিজের প্রতাপ দেখাতে ছাড়ে না।
আসলে আমাদের কি দোষ। আমরা বড়ই তো হয়েছি রাজা হিসেবে। আর আমরা ঐতিহাসিক ভাবে রাজা বা বাদশাহ হিসেবে যাদের চিনেছি তারা তাদের প্রতাপ এর যে তাপ ছড়িয়েছে তাতে আমাদের বর্তমান রাজসিক হাবভাব খুব যে বাহুল্য তা কিন্তু বলা যাবে না। এক মুঘলদের কাছ থেকে আমরা যা শিখেছি তাই কি যথেষ্ট নয়। এছাড়া ফিরিঙ্গি রাজাদের প্রতাপ এর তাপে আমাদের পূর্বপুরুষরা তো কম পোড়েনি! আর মগ রাজার সেনারা তো আমাদের দেশ কে প্রায় মগের মুল্লুক ই বানিয়ে ফেলেছিল।
ইতিহাস থেকে আমরা প্রতিনিয়ত শিক্ষা নেই কোন সন্দেহ নেই। কিন্তু মজার ব্যাপার হল আমরা সাধারনত সুশিক্ষা না নিয়ে কুশিক্ষাটাই বেশি গ্রহন করি। তাইতো আমরা নিজ নিজ রাজত্বে একেকজন মহাপরাক্রমশালী রাজা। এখানে মজার ব্যাপার হল আমাদের মধ্যে যারা একটু বেশিই প্রতাপশালী তাদের রাজত্ব একটু তারাতারিই বড় হতে থাকে। আশেপাশের ছোট ছোট রাজারা তখন রাজ্য হারিয়ে দাসে পরিনত হয়। এমনটাই কি আমাদের দেশে হচ্ছে না? প্রতিদিন কি এইসব মহাপরাক্রমশালী রাজাদের প্রতাপের তাপে আমাদের মতো কম পরাক্রমশালী রাজারা কোণঠাসা হয়ে পড়ছে না?
তাই আসুন আমরা আমাদের উত্তরসূরিদের এই রাজা হওয়া থেকে বিরত রাখার ব্যাবস্থা এখনই গ্রহন করি নাহলে আজ, কাল আর পরশুর মধ্যে কোণ তফাৎ থাকবে না। তাই বলে আবার ভেবে বসেন না আমি বলছি যে আপনার উত্তরসূরিদের রবি বাবুর গান গাওয়া বন্ধ করে দিবেন। তাকে আপনি “আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে” শেখানোর সাথে সাথে একি গানের “রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান” লাইন টি ও ভালো করে শিখান।