ভালবাসি

খুব ভোরে যখন আলতো করে ঘাস ছুয়ে দেয় শিশির
তখন একমুঠো সদ্য ঝড়ে পরা শিউলি ফুল হাতে যদি বলি
ভালবাসি
হাটবে আমার হাত ধরে জীবনের পথে?

অথবা ধরো মুখে বললাম না
আসলে যদি বলতে নাই পারি
তুমি কি শিশির সিক্ত শিউলিগুলোর গন্ধ বুকে টেনে নিয়ে বুঝবে
ভালবাসি
কালকে ও কি অপেক্ষায় থাকবে আরেকমুঠো আমার জন্য?

এমনও হতে পারে মুঠো ভরা শিউলি তোমার হাতে তুলে দেয়ার সাহস হল না
শুধু নির্নিমেষ চেয়ে থাকলাম তোমার দিকে
আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি বুঝবে
ভালবাসি
হাত বাড়িয়ে নেবে একমুঠো ভালবাসা?

২৬.০১.১৮
খুলনা