খুব দেবো ডুব

তোর চোখে আজ ডুব দেবো খুব
অতল তলে তলিয়ে যাবো
তোর চোখে রোজ ডুব দেবো খুব
নোনা জলে হারিয়ে যাবো।।

তোর চুলে আজ ডুব দেবো খুব
অন্ধকারে তলিয়ে যাবো
তোর চুলে রোজ ডুব দেবো খুব
নরম চুলে হারিয়ে যাবো।।

খুব দেবো ডুব রোজ সকালে
চুপ দুপুরে রাত বিরাতে
রোজ দেবো ডুব তোর চোখেতে
পানকৌড়ির তৃষ্ণা নিয়ে
খুব দেবো ডুব তোর চুলেতে
পাগলপারা জ্যোৎস্না রাতে।।

১৫.০৬.২০১৫
খুলনা
মধ্য দুপুর