এটুকুই তো চাওয়া!

একটা ভোর কি কাটাবে আমার সাথে
একসাথে ব্যালকনিতে বসবো
হাতে হাত রাখতেই হবে এমন কোন শর্ত থাকবে না
দুজনে ধোয়া ওঠা কফির মগ ধরে আকাশ দেখবো
ধীরে ধীরে লালচে আকাশ সাদা হবে
একটাই তো ভোর
কাটাবে আমার সাথে?

আচ্ছা থাক একটা দুপুর নাহয় আমায় দাও
মধ্য দুপুরে কোন শতায়ু বটের নীচে
ক্লান্ত পাখিদের ডাক শুনবো
ছায়ারা ধীরে ধীরে বড় হবে
সাদা আকাশ ধীরে ধীরে লালচে ইটের রং ধরবে
একটাই তো দুপুর
থাকবে আমার পাশে?

থাক তাহলে একটা সন্ধ্যা অন্তত থাকো
পা ডুবিয়ে কোন নদীর তীরে বসবো
লালচে আকাশ রং হারাবে
শুনবো নীড়ে ফেরা পাখিদের গান
হাতটা একটু ধরতেই পারি তবে ধরবোই এমন না
আধার ঘন হলে বাড়ি পৌঁছে দেবো
এটুকুই তো চাওয়া
একটা সন্ধাই তো
বসবে আমার পাশে?

২৩.০৬.২০১৫
খুলনা।