একদিন আকাশ ছোঁবো বলে

একদিন আকাশ ছোঁবো বলে 
বাতাসের সিড়ি ভেঙে 
নীল রঙ মেখে 
পেঁজা তুলোর মেঘ ছুয়ে 
খুব করে ডানা ঝাপটেছিলাম।

হয়তো প্রায় ছুয়ে ফেলেছিলাম 
অথবা অনেক দূরে ছিল আকাশ
নীলাভ জলে আলোড়ন তুলে
আমার ক্লান্ত দেহ আছড়ে পড়েছিল।

 
আকাশ বাতাস তোলপাড় করে
খুব হেসেছিলে সেদিন
কিন্তু… 
আকাশ ছোবার সাহস হয়নি কখনো।।

মধ্যরাত
১০.০২.১৭