কেও থাকেনা!

চাঁদ ডুবে গেছে
বাতাস হয়তো থেমে গেছে
দীঘির জলে হয়নি আলোড়ন
নিশ্চুপ অন্ধকার
চিৎকার করতে চেয়েও থেমে যায়
আঁধারে হারিয়ে যায় রক্তের দাগ
চিন্তা পড়ে থাকে অচেতন
কেও নেই, কেও নেই পাশে
কেও থাকেনা।

মুখ বোজা বোবা কান্না
হারিয়ে যায় কালের অতলে
অন্ধকারের পেছনে মুচকি হাসে
কোন এক পৌরাণিক পিশাচ
শুধু চিন্তারা পড়ে থাকে অচেতন
কেও নেই, কেও নেই পাশে
কেও থাকেনা।