একবার মারাত্মক বন্যা হয়েছে এক শহরে। পানিতে একতলা প্রায় ডুবে যায় যায় অবস্থা। সবাই যে যার মতো সেই শহর থেকে সরকারি আদেশে আগেই সরে গেছে। শুধু যায় নি একজন। পরিবারের সবাই যখন যাচ্ছে তখন তাকেও অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য। কিন্তু সে যাবে না। তাঁর উত্তর, “খোদা আমাকে বাচাবে। আমি যাবো না”।
পুরো শহরে সে একাই। বন্যার পানি আরো বাড়ছে। সরকার নৌকা পাঠালো তাকে নেওয়ার জন্য। তাও সে যাবে না। বলে খোদা আমাকে বাচাবে।
খুব দ্রুত একতলা পুরোই ডুবে গেলো। সে ছাদে অবস্থান নিয়েছে। সরকার এবার হেলিকপ্টার পাঠালো তাকে উদ্ধার করার জন্য। সে তবু যাবে না। বলে খোদা আমাকে বাচাবে।
এরপর আরো পানি উঠলো। বেচারা ডুবে মারা গেলো। দুনিয়াতে তাঁর পাপের পরিমান কম থাকায় তাকে স্বর্গে স্থান দেওয়া হল। স্বর্গে ঢোকার পর সে খোদাকে জিজ্ঞেস করলো- “খোদা তোমার প্রতি আমি এতো বিশ্বাস করলাম। কিন্তু তুমি আমাকে বাচালে না কেন?”
বিরক্ত হয়ে খোদা বললো- “ওরে গাধা, তোকে বাচাতে প্রথমে নৌকা পাঠালাম তুই উঠলি না নৌকায়, এরপর হেলিকপ্টার পাঠালাম তুই সেটায় ও চড়লি না। এর বেশি আর কি চাচ্ছিলি তুই?”
বি.দ্রঃ একটি বিদেশী কৌতুকের ভাবানুবাদ।