।।পদ্ম বিলাস।। ঘুরে আসুন তেরখাদার পদ্ম বিল।

পদ্ম বিল, স্থানীয় ভাবে যার নাম ভূতিয়ার বিল, খুলনা থেকে খুব কাছেই মাত্র ৩০-৪০ কিলোমিটার দূরে তেরখাদা উপজেলায় অবস্থিত। প্রকৃতি এই বিলকে অপরূপ সাজে সাজিয়ে নিয়েছে অসংখ্য পদ্ম ফুল দিয়ে। কিন্তু সুন্দর এই বিলকে বলা হয় তেরখাদার দুঃখ। প্রকৃতির এই মনোরম নিদর্শনের আড়ালে লুকিয়ে আছে লাখো মানুষের কান্না।

ভূতিয়ার বিল (পদ্ম বিল)


আজ যেখানে ভূতিয়ার বিল সেখানে ছিল আবাদী জমি। ২০০৩ সাল থেকে ভূতিয়ার বিলের ২০ হাজার একর জমিতে সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা, এই বিশাল এলাকা হয়ে ওঠে অনাবাদী। এই বিশাল এলাকার উপর নির্ভরশীল প্রায় ৩৭ হাজার কৃষকের জীবনে নেমে আসে দুঃখ, বেদনা। এসব গ্রামের এক সময়কার সম্মৃদ্ধ কৃষকদের প্রায় ৩৭ হাজার কৃষককে এখন বেছে নিতে হয়েছে দিন মজুরের পেশা।

অতিরিক্ত পলির কারণে নদীর তলদেশ ভরাট হয়ে খুলনার তেরখাদা উপজেলা ও নড়াইল জেলার অংশ বিশেষ নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে ভূতিয়ার বিল। প্রকৃতি, বিচিত্র খুব। তেরখাদার অসংখ্য কৃষকের চোখের জলে ডুবে থাকা ভুতিয়ার বিল এখন পদ্ম বিল। অসংখ্য পদ্ম ফুল ফুটে আছে চারিদিকে। দূর দূরান্ত থেকে টেনে আনছে অসংখ্য ট্যুরিস্ট। বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা এই সব ট্যুরিস্ট এই এলাকার মানুষের চাকা ঘোরাতে সাহায্য করছে। এখন দরকার পর্যটন বান্ধব পরিবেশ সৃষ্টি করা।

কিভাবে যাবেন: খুলনা জেলখানা ঘাট থেকে ফেরী পার হয়ে তেরখাদার বাসে উঠে পড়বেন, বলবেন পদ্ম বিল যাবেন। একেবারে নৌকা ঘাটে নামিয়ে দিবে। ওখান থেকে নৌকা রিজার্ভ করে ঘুরে আসুন পদ্ম বিল। অথবা জেলখানা ঘাট পার হয়ে অটো রিকশা রিজার্ভ করে নিতে পারেন যাওয়া আসার জন্য। তবে রাস্তা অনেক সরু এবং বাস চলাচল করে বিধায় একটু ভয় লাগবে অটো রিকশায়।

খরচ: তেরখাদা পর্যন্ত বাস ভাড়া ৪০ টাকা। পদ্ম বিল পর্যন্ত ৫০-৫৫ টাকা। অটো রিকশা রিজার্ভ নিলে রাউন্ড ট্রিপ ৮০০-১০০০ টাকার মতো নিবে। নৌকা ভাড়া ৬০০-৭০০ টাকার মতো নিবে। নৌকা ভাড়া বার্গেইন করে নিবেন। এক নৌকায় ৩ থেকে ৪ জন বসতে পাবেন।

সতর্কতা: সকালে প্রচন্ড রোদ থাকে। ছাতা, ক্যাপ নিয়ে যাবেন। সূর্য একেবারে রস শুষে নেয়। আমার তো ছেরে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে গিয়েছিল। বিকেলে গেলে নাকি ভালো হয়। ওখানে অবশ্য কিছু পাওয়া যায় না। তাই খাবার, পানি নিয়ে নিবেন আগে থেকেই। দয়া করে পরিবেশ নোংরা করবেন না। চিপস, বিস্কিটের প্যাকেট, পানির বোতল যেখানে সেখানে ফেলে পরিবেশ কে বিপর্যস্ত করবেন না।

হ্যাপি ট্রাভেলিং।

বি.দ্রঃ ব্যাবহারিত প্রতিটি ছবি আমার নিজের তোলা।