মনে আছে তোমার
পঞ্চমীর চাঁদে তোমায় সাগর দেখাবো বলেছিলাম
কতো পঞ্চমী গেলো
সাগর আর তোমায় একসাথে দেখা হলো না
তোমার হাত আলতো করে ধরে
নোনা হাওয়ায় শ্বাস নেয়া হলো না
কনক্রিটের এই শহুরে কালো ধোয়ার আকাশে
পঞ্চমীর চাঁদে কেন যেন ঠিক ভালবাসা নেই
আছে সবকিছু ছিঁড়ে ফেলার উন্মাদনা
আছে মৃত্যুর হিমশীতল কামনা
সীসা ভরা এই শহুরে বাতাসে
তোমার হাত ধরে যে লম্বা করে শ্বাস নেবো
সে উপায় নেই প্রিয়তমা
এখানে প্রতি নিঃশ্বাসে আছে মৃত্যুর স্বাদ
আছে কষ্টের বিহ্বলতা।
আমার ভালবাসতে হয়তো সমুদ্র লাগে
লাগে অবারিত আকাশ
দেখো একদিন সব ছেড়ে ছুড়ে ঠিক তোমাকে নিয়ে ছুটে যাবো
নরম ভেজা বালুর উপর দিয়ে তোমার হাত আলতো ধরে হাটবো
বুক ভরে নেবো প্রশান্তির নোনা হাওয়া
মেঘের ফাঁক দিয়ে উঁকি দেবে পঞ্চমীর চাঁদ
হয়তো সেদিন মরার হবে সাধ।
৩১.০৫.১৫
খুলনা।