শাহাদুজ্জামানের “অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প”।

“অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প” নামটা দারুন না? একটা কথা প্রচলিত আছে, আগে দর্শনদারি তারপর গুনবিচারি। অর্থাৎ প্রথমে একটা মানুষের চেহারা দেখে জাজ করা হয়, পরে তারসাথে মেলামেশা করতে করতে তাকে চেনা যায়। তেমনি একটা বই এর ক্ষেত্রে প্রথমেই বইয়ের নাম ও প্রচ্ছদ চোখে পরে, পড়ার পরে না বিচার করা যায় বইটা কেমন। বইয়ের নাম যদি চোখ না টেনে ধরে তাহলে হয়তো বইটা পড়াই হয় না। যদিও বলে চেনা বামুনের পৈতা লাগে না তেমনি শাহাদুজ্জামান আমার প্রিয় লেখক তাই উনি যদি “কুদ্দুস মর্জিনার প্রেমকাহিনী” নামে বই লেখে সেটাও আমি পড়বো, তবুও বলবো এই বইটার নাম আমাকে দারুন ভাবে আকর্ষণ করেছে।

“অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প” এ প্রজন্মের ধারালো কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ছোট গল্প সঙ্কলন। ১০ টি গল্প স্থান পেয়েছে এই সঙ্কলনে। নাম গল্পটি জীবনানন্দ দাসের একটি অপ্রকাশিত ছোট গল্প নিয়ে লেখক ও তার বন্ধুর আলোচনা। এই আলোচনা কে লেখক গল্পের ছলে তুলে ধরেছেন। লেখকের জীবনানন্দ প্রীতি সম্পর্কে যারা তার লেখা পড়েছেন তাদের ধারনা আছে।

সঙ্কলনের সেরা গল্প আমার মতে “গোয়েন্দা ঘরানার গল্প”। গল্পে লেখক একটি বাচ্চার খুনের বেদনাতুর ঘটনা তুলে ধরে গোয়েন্দা হওয়ার ভার পাঠকের উপরে ছেরে দিয়েছেন। খুনি কে বা কারা পাঠককে বের করে নিতে হবে। কাকে খুনি বলবো আমি? বাচ্চার বাবা? নাকি দাদা? নাকি মা? নাকি সমাজ ব্যবস্থা? নাকি রাষ্ট্র? আমি ও কি কিছুটা দায়ী হই না এই সমাজের এই রাষ্ট্রের অংশ হয়ে?

“মান্না দে” শীর্ষক গল্পে লেখক সামাজের এক ভন্ড রুপের মুখোশ ধরে হ্যাচকা টান মেরেছেন। গল্পের শেষে মান্না দের চিরায়ত গানের কয়েক কলি বুকে কাঁপন ধরায়।

“কত দূরে আর নিয়ে যাবে বলো কোথায় পথের প্রান্ত
ঠিকানা হারানো চরণের গতি হয় নি কি তবু ক্লান্ত?
পিছনের পথে উঠেছে ধূলির ঝড় সমুখে অন্ধকার”

“পৃথক পৃথিবী” শীর্ষক গল্পে আমি বার বার ভিমড়ি খেয়েছি, ভেবেছি কোথায় যাচ্ছেন লেখক? ভাবতে পারিনি এভাবে শেষ করবেন। “অপুস্পক” শীর্ষক গল্পে উঠে এসেছে আমাদের চিরায়ত পুরুষতান্ত্রিক সমাজ ব্যাবস্থা, উঠে এসেছে সন্তানহীনা নারীর প্রতি সমাজের, পরিবারের করা নির্মম অত্যাচারের চিত্র। একটা গল্প আমার কাছে একটু দুর্বল লেগেছে, “মুরাকামির বেড়াল” আসলে আমি বুঝিনি, লেখক ঠিক কি বোঝাতে চেয়েছেন আমি বুঝতে পারিনি।

সব মিলিয়ে একটা সফল ছোট গল্প সঙ্কলন বলেই আমার কাছে মনে হয়েছে।

বইঃ অন্য এক গল্পকারের গল্প নিয়ে গল্প
লেখকঃ শাহাদুজ্জামান
প্রকাশনিঃ মাওলা ব্রাদার্স
পৃষ্ঠাঃ ১১২
প্রথম প্রকাশঃ ফেব্রুয়ারি, ২০১৪
মুল্যঃ ২৫০/- (মুদ্রিত)