তোমাকে ছাড়াও কবিতা!

তোমাকে ছাড়াও তো আমি বেঁচে আছি
দিব্যি শুয়ে বসে দিনতো কেটে যাচ্ছে
শুধু মাঝে মাঝে কাছের জিনিস ও কেমন ঝাপসা হয়ে ওঠে।।

তোমার পাশে না থেকেও তো আমি বেঁচে আছি
দিব্যি বসে জ্যোৎস্না দেখি
শুধু মাঝে মাঝে বুকের কাছে কে যেন খামচে ধরে।।

তোমাকে হারিয়েও তো আমি বেঁচে আছি
দিব্যি ঘাসফুল দেখে খুশি হয়ে উঠি…
শুধু মাঝে মাঝে কেমন চারপাশটা ফাঁকা হয়ে যায়।।

তোমার হাত ধরে না থেকেও তো আমি বেঁচে আছি
দিব্যি শরতের মেঘ জড়িয়ে ভাসতে ইচ্ছে করে
শুধু মাঝে মাঝে নিজেকে সুতো ছেড়া ঘুড়ির মতো মনে হয়।।

২২.০৬.২০১৪